Thursday, 13 August 2015

PREVIEW- Ekti Shooting-er Nepothye, green amateur group

আলো ঝলমলে রুপোলি পর্দার ঠিক পেছনেই পাদপ্রদীপের নিকষ কালো অন্ধকার। এই জগৎটার আসল রূপ ঢাকা পরে যায় গ্ল্যামার দুনিয়ার তারার আলোয়। বর্ষীয়ান এক অভিনেতাকে একটি টেলিছবির শুটিং-এ কিভাবে পদে পদে অপমানিত আর মানসিক ভাবে উৎপীড়িত হতে হয় তাঁর পরিচালক আর বয়ঃকনিষ্ঠ সহ-অভিনেতা- অভিনেত্রীদের কাছে, কিভাবে তাঁর সেই তিক্ত অভিজ্ঞতাই তাঁকে ঘুরে দাঁড় করায় তাঁর অভিনয় দক্ষতায়, তাঁর রাগ-দুঃখ-অভিমান কিভাবে জন্ম দেয় তাঁর ভেতরের সত্যিকারের অভিনেতাকে - সেই অরূপকথা নিয়েই 'গ্রীন অ্যামেচার গ্রুপ' -এর নতুন নাটক 'একটি শুটিং-এর নেপথ্যে'। অরুন সরকার রচিত ও নির্দেশিত নাটকটি মঞ্চস্থ হবে আগামী ১৬ আগস্ট 'মুক্তাঙ্গন মঞ্চ'-এ এবং আগামী ১৮ আগস্ট 'গিরিশ মঞ্চ'-এ সন্ধ্যা ৬:৩০ থেকে।

No comments:

Post a Comment