বাংলা চলচ্চিত্রের প্রোষিতযশা খলনায়িকা গীতা দের আসন বাঙালি দর্শকের হৃদয়ে চিরঅমলিন। সুদীর্ঘ সাত দশকের অভিনয় জীবনে তিনি শিশির ভাদুড়ি, ঋত্বিক ঘটক, দেবকী বসু, সত্যজিৎ রায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী বা বলিউডের প্রদীপ সরকার-এর মত বহু চিত্রপরিচালকের সাথে কাজ করেছেন। বেতার মাধ্যমে এবং মঞ্চেও বিবিধ চরিত্রে এই দাপুটে অভিনেত্রী তার প্রতিভার সাক্ষর রেখে গেছেন। গনেশ মুখার্জী নির্দেশিত 'বাদশাহী চাল ' তাঁর অভিনীত শেষতম নাটক, 'রঙ্গনা থিয়েটার'-এ মঞ্চস্থ হয়। ৮৪ তম জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা জানাই সেই অনন্যসাধারন অমর প্রতিভাকে।
Wednesday, 5 August 2015
৮৪ তম জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা বাংলা চলচ্চিত্রের প্রোষিতযশা খলনায়িকা গীতা দে -কে
বাংলা চলচ্চিত্রের প্রোষিতযশা খলনায়িকা গীতা দের আসন বাঙালি দর্শকের হৃদয়ে চিরঅমলিন। সুদীর্ঘ সাত দশকের অভিনয় জীবনে তিনি শিশির ভাদুড়ি, ঋত্বিক ঘটক, দেবকী বসু, সত্যজিৎ রায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী বা বলিউডের প্রদীপ সরকার-এর মত বহু চিত্রপরিচালকের সাথে কাজ করেছেন। বেতার মাধ্যমে এবং মঞ্চেও বিবিধ চরিত্রে এই দাপুটে অভিনেত্রী তার প্রতিভার সাক্ষর রেখে গেছেন। গনেশ মুখার্জী নির্দেশিত 'বাদশাহী চাল ' তাঁর অভিনীত শেষতম নাটক, 'রঙ্গনা থিয়েটার'-এ মঞ্চস্থ হয়। ৮৪ তম জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা জানাই সেই অনন্যসাধারন অমর প্রতিভাকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment