Monday, 10 August 2015

স্মৃতিপটে : গ্রীন অ্যামেচার গ্রুপ



১৯৬১ সালে অরুণ সরকার - গৌর কর, নন্দলাল মল্লিক, শঙ্কর দাস ও মলয় পালকে নিয়ে গ্রীন অ্যামেচার গ্রুপ নাট্য সংস্থা স্থাপন করেন। ১৫ টাকা এন্ট্রি ফি যোগাড় করে হাওড়া বিদ্যার্থী সমাজ আয়োজিত একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। নাটকটি ছিল 'রতন'। তারপর থেকে এখনও পর্যন্ত গ্রীন অ্যামেচার গ্রুপ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। দর্শকের সামনে সুস্থ বক্তব্যমূলক বলিষ্ঠ নাটক পরিবেশনই এই নাট্য দলের মূল উদ্দেশ্য।

No comments:

Post a Comment