একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলার নাট্যচর্চা নাট্য জগতে অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করেছে। দ্বিধাহীনভাবে সেই অভিপ্রায় সকল থিয়েটারকর্মীকে এক গৌরবজ্জল পটভূমি তৈরিতে সাহায্য করেছে। সাধারণ মানুষ, আগের মতো থিয়েটার চর্চা থেকে আজও মুখ ঘুরিয়ে নেয়নি। শিল্প , সাহিত্য এবং সামাজিক উন্নয়নকালে থিয়েটারেরও অগ্রগতি ঘটছে। বিভিন্ন ধারার মিলনের পথ আজ প্রশস্ত। ফলত উন্নত মানের কাজ হওযারই কথা। আমরা, বেঙ্গলী থিয়েটার ডট কম নেপথ্যের মানুষদের নিয়ে একটি ছোট উদ্যোগ নিয়েছি যেখানে তাদের কথা উল্লিখিত হবে। অনেক না জানা কথা উঠে আসবে তাদের মুখে। 'নেপথ্যে নাট্যজন' - এই কাজ করতে নেপথ্যের যে ব্যক্তিত্বরা আমাদের সহযোগিতা করেছেন তাঁদের আমরা কুর্ণিশ জানাই।
Saturday, 1 August 2015
নেপথ্যে নাট্যজন
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলার নাট্যচর্চা নাট্য জগতে অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করেছে। দ্বিধাহীনভাবে সেই অভিপ্রায় সকল থিয়েটারকর্মীকে এক গৌরবজ্জল পটভূমি তৈরিতে সাহায্য করেছে। সাধারণ মানুষ, আগের মতো থিয়েটার চর্চা থেকে আজও মুখ ঘুরিয়ে নেয়নি। শিল্প , সাহিত্য এবং সামাজিক উন্নয়নকালে থিয়েটারেরও অগ্রগতি ঘটছে। বিভিন্ন ধারার মিলনের পথ আজ প্রশস্ত। ফলত উন্নত মানের কাজ হওযারই কথা। আমরা, বেঙ্গলী থিয়েটার ডট কম নেপথ্যের মানুষদের নিয়ে একটি ছোট উদ্যোগ নিয়েছি যেখানে তাদের কথা উল্লিখিত হবে। অনেক না জানা কথা উঠে আসবে তাদের মুখে। 'নেপথ্যে নাট্যজন' - এই কাজ করতে নেপথ্যের যে ব্যক্তিত্বরা আমাদের সহযোগিতা করেছেন তাঁদের আমরা কুর্ণিশ জানাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment