Friday, 14 August 2015

গত ১২ অগাস্ট, ২০১৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নাট্যকার শ্রী সমীরণ আচার্য


গত ১২ অগাস্ট, ২০১৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নাট্যকার শ্রী সমীরণ আচার্য। ভোর পৌনে চারটে নাগাদ নির্বাপিত হয় তাঁর জীবন-প্রদীপ। সত্তরের দশকে 'লিরিক থিয়েটার' নাট্যদল গঠন করেন তিনি। তাঁর লেখা নাটক 'কোলকাতার যীশু', 'হরিপদ শীতবস্ত্র' নাটকদ্বয় বাংলায় বিপুল আলোড়ন সৃষ্টি করে। আশির দশকে তাঁর লেখা নাটক 'কাঁধের ওপর জিজ্ঞাসা' অল বেঙ্গল কলেজ কমপিটিসন-এ প্রথম স্থান দখল করে এবং পরবর্তীকালে নাটকটি দূরদর্শনে অভিনীত হয়। কয়েক বছরের মধ্যে তিনি পুনরায় নতুন দল গঠন করেন - বেহালার 'থিয়েটার ট্রেন্ড'। এরপর তাঁর প্রথম দল 'লিরিক থিয়েটার' পুনরুজ্জীবিত হয়ে সৃষ্ট হয় 'নিও লিরিক থিয়েটার'।১৯৮৯ সালে সফদর হাসমির জীবনী-নির্ভর নাটক 'শত পুষ্পের গান' উন্মোচন করে বাংলা নাট্যভাবনার নবতর দিগন্ত। ২০১৩-২০১৪ সালে মঞ্চস্থ হয় নাটক 'চুপচাপ ছাপ' এবং পরে নাটক 'কালবেলায় এক অর্ফিউস', যেটি তাঁর মঞ্চস্থ হওয়া অন্তিমতম নাটক। আগামী ২০ সেপ্টেম্বর ,২০১৫ নিরঞ্জন সদনে মঞ্চস্থহওয়ার কথা ছিল 'পাগল চিনে কিসে'। নেতাজি নগর বাস্তুহারা সমিতি তাঁকে সশ্রদ্ধ প্রনাম জানায়।

No comments:

Post a Comment