বাঙালীর শারদোৎসবে যাঁর ভাবাপ্লুত কন্ঠের আগমনীতে অকালে বোধিতা হন দশপ্রহরনধারিনী বিশ্বজননী সেই চিরঅমর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন আকাশবাণী তথা বাংলা নাট্যজগতের এক অসামান্য ব্যক্তিত্ব। তাঁর সৌহার্দ্যিক প্রযোজনায় মঞ্চস্থ হয় একাধিক নাটক। ভাষ্যকার, শ্রুতিনাট্যকার, নাট্যকার বা নাট্যাভিনেতা হিসাবে তিনি যে জনপ্রিয়তা লাভ করেন তা প্রশ্নাতীত ঈর্ষনীয়তায় আজও সমুজ্জ্বল। তাঁর প্রণীত 'মেস নং. ৪৯', 'ব্ল্যাক আউট', 'সাত তুলসী ১৯৪০', 'সুবর্ণ গোলক' প্রভৃতি নাটক ছিল মঞ্চের গৌরববর্ধিনী। বেতার মাধ্যমে 'মহিষাসুরমর্দিনী' এবং কবিগুরু রবীন্দ্রনাথের শেষকৃত্যানুষ্ঠানের ধারাভাষ্য তাঁকে ভূমি থেকে ভূমায় উত্তীর্ণ করে। আকাশবাণী কলকাতার নাট্যবিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান শ্রী ভদ্র প্রযোজিত এবং অভিনীত 'প্রলয়' ছিল এই বেতারকেন্দ্র থেকে সম্প্রচারিত প্রথম সংরক্ষিত নাটক। ১১০তম জন্মবার্ষিকীতে বরেণ্য এই শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ করছি আমরা।
Tuesday, 4 August 2015
১১০ তম জন্মদিনে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র -কে (৪ অগাস্ট ১৯০৫ - ৩ নভেম্বর ১৯৯১) আমাদের শ্রদ্ধার্ঘ্য
বাঙালীর শারদোৎসবে যাঁর ভাবাপ্লুত কন্ঠের আগমনীতে অকালে বোধিতা হন দশপ্রহরনধারিনী বিশ্বজননী সেই চিরঅমর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন আকাশবাণী তথা বাংলা নাট্যজগতের এক অসামান্য ব্যক্তিত্ব। তাঁর সৌহার্দ্যিক প্রযোজনায় মঞ্চস্থ হয় একাধিক নাটক। ভাষ্যকার, শ্রুতিনাট্যকার, নাট্যকার বা নাট্যাভিনেতা হিসাবে তিনি যে জনপ্রিয়তা লাভ করেন তা প্রশ্নাতীত ঈর্ষনীয়তায় আজও সমুজ্জ্বল। তাঁর প্রণীত 'মেস নং. ৪৯', 'ব্ল্যাক আউট', 'সাত তুলসী ১৯৪০', 'সুবর্ণ গোলক' প্রভৃতি নাটক ছিল মঞ্চের গৌরববর্ধিনী। বেতার মাধ্যমে 'মহিষাসুরমর্দিনী' এবং কবিগুরু রবীন্দ্রনাথের শেষকৃত্যানুষ্ঠানের ধারাভাষ্য তাঁকে ভূমি থেকে ভূমায় উত্তীর্ণ করে। আকাশবাণী কলকাতার নাট্যবিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান শ্রী ভদ্র প্রযোজিত এবং অভিনীত 'প্রলয়' ছিল এই বেতারকেন্দ্র থেকে সম্প্রচারিত প্রথম সংরক্ষিত নাটক। ১১০তম জন্মবার্ষিকীতে বরেণ্য এই শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ করছি আমরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment