'দ্য জেমস বন্ড' ড্যানিয়েল ক্রেগ এর নতুন উপহার এ বছর শেষেই আসতে চলেছে। নভেম্বরের ৬ তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে থ্রিলার সিনেমা 'স্পেক্টর'। এই নিয়ে চতুর্থবার জেমস বন্ড অবতারে তাঁর অনুগামীদের হৃদয় হরণ করবেন। কিন্তু তারপর ? -এরপরের ভাবনাটা অবশ্য অন্যরকম।
জানা গেল সিনেমার প্রোমোশন পর্ব শেষ করেই নাট্য মঞ্চে পদার্পণ করবেন মি. বন্ড। ব্রডওয়েতে না ফিরলেও থিয়েটার নিয়ে আরো কাজ করতে চান তিনি।
আগামী বছর দুয়েক তাঁর কি কর্মভাবনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিশেষ কিছুই না। তবে নিউ ইয়র্ক-এ কিছু থিয়েটার করতে চাই। আমি ব্রডওয়ে তে কাজ করেছি এবং তা নিয়ে আমি সন্তুষ্ট, কিন্তু আর নয়।" তাঁর মতে জনা পঞ্চাশেক দর্শকের সম্মুখে থিয়েটার করা শেষ কথা হতে পারে না। বরং কম দামের টিকিটে আরো বেশি সংখ্যক দর্শকের নতুন মুখ তাঁকে বেশি আকর্ষিত করবে, উদ্দীপিত করবে।
এই তারকা 'ন্যাশনাল ইউথ থিয়েটার' ট্রেনিং প্রাপ্ত। এরপর ১৯৯১ সালে 'গিল্ডহল স্কুল অফ মিউজিক অ্যান্ড ড্রামা' থেকে স্নাতক হন সকলের হৃদয়হরণকারী এই মহাতারকা। জানুয়ারী, ২০১৪ সালে ব্রডওয়ে নাটক 'বিট্রেয়াল'-এ তাঁকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে। মাত্র ৬ বছর বয়সে যে ছেলেটি মঞ্চে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন, তিনি যে বারংবার মঞ্চে ফিরবেন এটাই স্বাভাবিক। নাট্যপ্রেমী হিসাবে আমরাও তাঁকে পুনরায় মঞ্চে দেখার অপেক্ষায় রইলাম।
No comments:
Post a Comment