কলকাতার আকাশে যখন মেঘের ঘনঘটা, চারিপাশ জলে থৈ থৈ, সেই গোধুলি লগ্নে শুরু হল এক চিত্তাকর্ষক নাট্য উৎসব । একটু ভুলই বলে ফেললাম, বলা ভালো এক মহোৎসবের সূচনা হল ইস্টার্ণ জোনাল অফ কালচারাল সেন্টারে।
EZCC কলকাতা ভারতীয়্ম কমপ্লেক্স এর রঙ্গমঞ্চে ইতিমধ্যে পদার্পণ করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী গোবিন্দ্র নামদেব,
শ্রী কুলভুষন খারবান্দা,
শ্রী রামগোপাল বাজাজ, শ্রী হেইস্নাম কানাইলাল,
সুরেন্দ্র বর্মা, শ্রী দুলাল রায়, শ্রী সুরেশ দত্ত, শ্রী অরুন মুখোপাধ্যায়, শ্রীমতি উষা গাঙ্গুলী, শ্রী নিরঞ্জন গোস্বামী, শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং প্রবীর গুহ। এই বিশিষ্টজনদের স্বর্ণালী স্পর্শে নাট্যমন্ডপে প্রজ্জ্বলিত হল প্রদীপশিখা।
আকাশে পুঞ্জীভূত কালো মেঘকে ছাপিয়া এই নক্ষত্রদের আলোকে আলোকিত হয়ে ওঠে EZCC র ভারতীয়ম কমপ্লেক্স প্রাঙ্গন। এই বিশিষ্ট নাট্যজনদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের আরও এক আকর্ষণ ছিল 'বহুরূপী'।
নান্দীকার নাট্যদলের উদ্বোধনী নাটক 'অজ্ঞাতবাস'
শুরুর পূর্বে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বললেন,
"খুব গর্বিত বোধ করছি এইরকম ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। গৃহিনী থাকলে যেমন একটি সুন্দর গৃহ তৈরী হয়, তেমনই ডিরেক্টর ওম প্রকাশ ভারতীর উপস্থিতিতে সব ভালো কাজের সূচনা ঘটছে। যে কাজের শুরু এত উজ্জ্বল তার ভবিষ্যত আরো ভাস্বর হবে। আমরা সঙ্গে আছি, সঙ্গে থাকব।''
৩৩ দিন ব্যপী এই মহাযজ্ঞের উপাদান শুধুমাত্র নাটকই নয়, থাকছে প্রদর্শনী
'দ্য জার্নি অফ ইন্ডিয়ান থিয়েটার',
বিশিষ্ট নাট্যজনের সঙ্গে আলাপচারিতা পর্ব, শ্রী প্রবীর গুহ'র ওয়ার্কশপ, সেমিনার 'দ্য মাল্টিপল স্ট্রিমস অফ ইন্ডিয়ান থিয়েটার' এবং থিয়েটার হাট। কলকাতা তথা ভারতীয় নাটকের ইতিহাসে এক অভূতপূর্ব প্রয়াস এই নাট্য উৎসব।
No comments:
Post a Comment