Monday, 31 August 2015
Birthday Wish to Rajkumar Yadav
Rajkummar Rao aka
Rajkumar Yadav was born in Gurgaon, in August 31, 1984 . Before he was taken into the cast of Dibakar
Banerjee’s ‘Love Sex aur Dhoka ’ (2010),
he had been more of a theatre person.
Rajkummar was very good at mimicking, he never thought
of becoming an actor. It was only in his 10th Std that he decided he would take
up acting as a career when he experienced an euphoric moment while performing
on a theatre stage. Since, he knew he wasn’t good in studies and would never
become an engineer or a doctor, he joined theatre. He completed his graduation
in Arts from Delhi University. He was simultaneously doing theatre with Kshitij
Repertory and Shri Ram Centre (SRC) in Delhi.. He used to cycle all the way
from Gurgaon to Delhi to do his plays. No wonder, his passion for acting helped
him overcome all his hardships.
Saturday, 29 August 2015
Friday, 28 August 2015
আবার মঞ্চে ড্যানিয়েল ক্রেগ
'দ্য জেমস বন্ড' ড্যানিয়েল ক্রেগ এর নতুন উপহার এ বছর শেষেই আসতে চলেছে। নভেম্বরের ৬ তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে থ্রিলার সিনেমা 'স্পেক্টর'। এই নিয়ে চতুর্থবার জেমস বন্ড অবতারে তাঁর অনুগামীদের হৃদয় হরণ করবেন। কিন্তু তারপর ? -এরপরের ভাবনাটা অবশ্য অন্যরকম।
জানা গেল সিনেমার প্রোমোশন পর্ব শেষ করেই নাট্য মঞ্চে পদার্পণ করবেন মি. বন্ড। ব্রডওয়েতে না ফিরলেও থিয়েটার নিয়ে আরো কাজ করতে চান তিনি।
আগামী বছর দুয়েক তাঁর কি কর্মভাবনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিশেষ কিছুই না। তবে নিউ ইয়র্ক-এ কিছু থিয়েটার করতে চাই। আমি ব্রডওয়ে তে কাজ করেছি এবং তা নিয়ে আমি সন্তুষ্ট, কিন্তু আর নয়।" তাঁর মতে জনা পঞ্চাশেক দর্শকের সম্মুখে থিয়েটার করা শেষ কথা হতে পারে না। বরং কম দামের টিকিটে আরো বেশি সংখ্যক দর্শকের নতুন মুখ তাঁকে বেশি আকর্ষিত করবে, উদ্দীপিত করবে।
এই তারকা 'ন্যাশনাল ইউথ থিয়েটার' ট্রেনিং প্রাপ্ত। এরপর ১৯৯১ সালে 'গিল্ডহল স্কুল অফ মিউজিক অ্যান্ড ড্রামা' থেকে স্নাতক হন সকলের হৃদয়হরণকারী এই মহাতারকা। জানুয়ারী, ২০১৪ সালে ব্রডওয়ে নাটক 'বিট্রেয়াল'-এ তাঁকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে। মাত্র ৬ বছর বয়সে যে ছেলেটি মঞ্চে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন, তিনি যে বারংবার মঞ্চে ফিরবেন এটাই স্বাভাবিক। নাট্যপ্রেমী হিসাবে আমরাও তাঁকে পুনরায় মঞ্চে দেখার অপেক্ষায় রইলাম।
We wish you all a very affluent & auspicious Onam
‘Kuttanaram punjaille, kachchhupenne kuilalle…’
Oh the merciful Lord
of universe, oh Padmanabha Swamy, You have blessed our King Bali Maharajah.
Bless us too that we can live a blissful life. King Bali has arrived & we
are getting ready to welcome his majesty.
The Heaven on Earth, the land of God’s beautification, the
world of greenery, the Paradise of classical dramatic dance forms like ‘Kathakali’,
‘Mohiniyattam’, ‘Koodiyattam’, ‘Sallukattu’, the teeming ground of
transcendental nay ‘enriched folk’ art & culture, KERALA is getting dazzled
in the glim of ‘vilakku’. The ‘churulan vallam’ of immense delight &
pleasure is floating on the twittering notes of gracious ‘manji’ beats. It’s
ONAM, the grand gala convivial of Kerala.
Thursday, 27 August 2015
Wednesday, 26 August 2015
Tuesday, 25 August 2015
Monday, 24 August 2015
আমার চোখে নাট্যমঞ্চ- বিমান বন্দ্যোপাধ্যায় (মাননীয় অধ্যক্ষ, বিধানসভা)
খুব সম্প্রতি এক নাট্য উৎসবে বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের নাটক নিয়ে কথা হচ্ছিল । ওনার সঙ্গে "নাট্য মঞ্চ" বিষয়ক কথা বলতে চাই জেনে বেশ আগ্রহের সঙ্গেই বিধানসভায় আসার অনুমতি দিলেন। কথা মতো পৌঁছে গেলাম বিধানসভায়। গেটের সিকিউরিটি পেরিয়ে ওনার ঘরের লাগোয়া সামনের ঘরে চায়ের চুমুকে কিছুক্ষণ অপেক্ষা। মিনিট দশেক পরেই ওনার ঘর থেকে ডাক এলো।ফাইল হাতে কাজে ব্যস্ত মানুষটি যে কতটা নাটক মনন তা ওনার ব্যবহারেই প্রকাশ পেল। আমার ইতস্ততা কাটিয়ে দিলেন উনি নিজেই। প্রথমেই জানালেন, ওনার প্রথম নাটক দেখা শুরু কলেজ জীবনে। তবে ছোটবেলায় মা - কাকিমার সঙ্গে যাত্রা উৎসব দেখতে যেতেন। রবীন্দ্রসদনে বীনাপানি দেবীর 'নটী বিনোদিনী' দেখতে গিয়েছিলেন। তখন সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন।
কিছুক্ষণ স্মৃতিমন্থন করে তিনি বলেন, “নাটকের প্রতি বরাবরই আমার একটা আগ্রহ রয়েছে। থিয়েটার দেখে যত আনন্দ পাওয়া যায়, চলচিত্র দেখে তত আনন্দ প্রাপ্তি হয় না। বিশেষ করে আজকাল যে ধরনের নাটক হচ্ছে সেগুলির যথেষ্ট উৎকর্ষতা আছে। চলচিত্রকে টেক্কা দেওয়ার মত নাটকও হচ্ছে। জোরালো বক্তব্য থাকে থিয়েটারে। যা মানুষের মেনে প্রভাব বিস্তার করে। স্বাধীনতার সময়ে থিয়েটারের একটা বিশাল ভূমিকা ছিল।” নাটক দেখার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করায় উনি শুরুতেই বলেন “আমি আমার পদকে ব্যবহার করতে চাই না। টিকিট কেটে, স্ত্রীর সঙ্গে নাটক শুরু হওয়ার কিছুক্ষণ আগে হলে ঢুকে পড়ি। আমার সুবিধা রয়েছে, খুব একটা পরিচিত মুখ আমি নই। (মুচকি হেসে) সুতরাং আমার জন্য মানুষের আগ্রহ ততটা থাকে না। ব্যাপারটা খুব এনজয় করি। বিভাস চক্রবর্তীর নাটক খুব ভালো লাগে। ব্রাত্য বসুর নাটকও দেখি, এছাড়া কিছুদিন আগে সায়কের ‘পিঙ্কি বুলি’ দেখলাম।”ওনার দেখা প্রথম নাটক উৎপল দত্ত’র ‘টিনের তরোয়াল’। সেই সময় আরও একটি নাটক দেখেছিলেন ‘তিতাস একটি নদীর নাম’। আরও অনেক নাটকই দেখেছেন, অনেক পুরোনো নাটক সেগুলি। তাই নামগুলি সঠিক মনে নেই।নাটক নিজে করার অভিজ্ঞতা ওনার থাকলেও তা কিঞ্চিৎ। তিনি বলেন,“ছোটবেলায় স্কুলে সবাই যেমন দুই-একটা নাটক করে থাকে তেমনটাই আমি করেছিলাম।” ‘অবাক জলপান’ নামটা মনে করে বললেনও।
ওনার মতে, আর্থিকভাবে কিছু পাওয়ার জন্য মানুষ থিয়েটার করেন না। বিমান বাবুর চেনা অনেক অ্যামেচার থিয়েটার আর্টিস্ট আছেন যাঁরা কেবলমাত্র থিয়েটারের আকর্ষনেই থিয়েটার করেন। পাশাপাশি ব্যাঙ্ক বা সরকারী দফতরে চাকরিও করেন। উদাহরণ স্বরূপ ‘বিধানসভা রিক্রিয়েশন ক্লাব’র উদ্যোগে মঞ্চায়িত নাটক ‘বিবাহ বিভ্রাট’-এর কথাও বললেন। সাংস্কৃতিক জগতের বিকাশ হোক এই দৃষ্টিভঙ্গি যে পশ্চিমবঙ্গ বিধানসভার আছে তা তিনি বেশ জোরালো ভাবেই জানালেন। এমনকি রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাট্য উৎসবের সময় বিধানসভার গেস্ট হাউসের অনেকগুলি ঘর ওনাদের দেওয়া হয়।সব শেষে ক্ষোভ প্রকাশও করলেন সিনে ক্লাব নিয়ে। ১৯৭০-৭১ সালে তাঁদের ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার আফিলিয়েশানে গার্ডেনরীচে গড়ে ওঠে এই সিনে ক্লাব। তিনি বললেন, “ঋত্বিক ঘটকের তখন খুব দুরাবস্থা। কেউ ওনার খবর রাখত না। ওনার আর্থিক সহায়তার জন্য একটি ছবির প্রদর্শনী আমরা করেছিলাম। সেই অর্থ তুলে দেওয়া হয়েছিল তাঁর পরিবারের হাতে। ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে ওনার পরিচয় ছিল। আমার মেটিয়াবুরুজের বাড়িতে উনি একদিন ছিলেনও। ঋত্বিকদা বিড়ি খেতে খুব পছন্দ করতেন। আমি ওনার কাছে গেলেই সুদর্শন বিড়ির বান্ডিল নিয়ে যেতাম। খুব মনে পড়ে সেই দিনের কথা।” এই সিনে কালচার এখন কমে যাওয়ায় আর সেই ক্লাবের অস্তিত্বও নেই।
মাঝে একটা সময় এসেছিল যখন খুব কম মানুষ নাটক দেখতেন। কিন্তু সময় পাল্টেছে। এখন বেশ অনেক মানুষ নাটক দেখছে। ‘বুদ্ধিজীবী’ নাটকটি দেখতে গিয়ে খুব ভালো লেগেছে প্রেক্ষাগৃহ পূর্ণ দেখে। সমাজকে নাটক কতটা আলোড়িত করছে সেই বিষয়ে বিতর্ক থাকলেও সকলে নাটক দেখছেন এটা নাট্যলোকের জন্য ভালো প্রভাব। নিজে আবার কখনো নাটক করতে পারলে খুশি হব।
অনুলিখন : সৌমিতা গাঙ্গুলী
Saturday, 22 August 2015
শততম জন্মবার্ষিকীতে লহ প্রণাম - শম্ভু মিত্র
উত্তর কলকাতার 'রংমহল', ১৯৩৯ - এক নক্ষত্রের জন্ম হয় পরাধীন দেশের রঙ্গমঞ্চে। তারপর 'মিনার্ভা', 'নাট্যনিকেতন' হয়ে 'শ্রীরঙ্গম'-এর পথ পেরিয়ে ক্রমশ তার উদয়যাত্রা মধ্যগগনে। এরপর ঐতিহাসিক ১৯৪৩, প্রাক -স্বাধীনতা ভারতবর্ষ তখন অগ্নিগর্ভ, রাজনৈতিক ডামাডোলে উত্তাল। কিন্তু ক্ষমতা হস্তান্তরের স্বাধীনতাই শেষকথা নয়। অনাহার-অর্ধাহার-ক্লিষ্ট মানুষের ভিড়ে দীর্ণ ভারতমাতার আসন্ন গর্ভপাতে পাশব উন্মাদনার আর্তনাদ। গণনাট্য আন্দোলনের ছায়াপথে ঠিকরে পড়ল সেই নক্ষত্রের বিকীর্ণ কিরণমালা। ১৯৪৪, পরাঙ্মুখ হতবুদ্ধ জাতির বিমিশ্র রুদ্ধচিন্তায় 'নবান্ন' পর্বের নির্মম অভিঘাত। উত্তর-স্বাধীনতার ১৯৪৮, নক্ষত্রের বুকের ফাটলে প্রাণ পেল একটি নবীন চারাগাছ - 'বহুরুপী'। ১৯৫০ থেকে 'নিউ এম্পায়ার'-এ বহুরুপে 'বহুরুপী', 'পথিক', 'ছেঁড়া তার' কিংবা 'উলুখাগড়া' , কিংবা রাবীন্দ্রিক 'রক্তকরবী' - অস্ফুট। সময়টা তখন ১৯৫৪। আবারও আবারও মঞ্চে এসে দাঁড়ালেন রবীন্দ্রনাথ, নতুন রুপে বিশ্বপথিক তখন । কন্ঠে গণসঙ্গীতের সুর। 'তাহার নামটি রঞ্জনা', 'কাঞ্চনরঙ্গ' - নক্ষত্র তাঁর সাধের দলটিকে ভরিয়ে দিলেন তারার আলোয়, বুভুক্ষু মানুষের ক্রন্দন ধ্বনিত হলো যবনিকার পরপারে, ঘোষণা করলো ভন্ড সমাজপতিদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। পাশ্চাত্যের নাটকও বাদ গেল না তাঁর প্রযোজনার চূড়ান্ত মঞ্চসাফল্য থেকে, রচিত হলো মঙ্গলকাব্যের গৌরচন্দ্রিকায় 'চাঁদ বনিকের পালা'। শুধু রঙ্গালয় নয়, রুপোলী পর্দার দর্শকও দু'চোখের নিষ্পলক দৃষ্টিতে দেখেছিল সেই নক্ষত্রের মহাজাগতিক সোনালী ঝলক। অভিনেতা, নাট্যকার বা নাট্যনির্দেশক বা সর্বোপরি নাট্যবিপ্লবী এই কিংববন্তি নক্ষত্রের কোনো বিশেষণ দেওয়া শুধু বাহুল্যতাই নয়, হাস্যকরও বটে। শতবর্ষের অরুন-আলোয় শেষরজনীর শুকতারাকে শ্রদ্ধা জানাই আমরা, শততম জন্মবার্ষিকীতে লহ প্রণাম - শম্ভু মিত্র।
‘Beauty and the Beast’ – for the first time in Indian Broadway theatre
Disney India has come on a project to run
‘Beauty and the Beast’, the celestial classic in Indian playhouse for the first
time. ‘La Belle et la Bête’, better known as ‘Beauty and the Beast’ in English
is a consecutive folk lore authorised by French novelist Jeanne-Marie Leprince
de Beaumont and published in 1756. The
story got immense popularity throughout the centuries and the tale has been
illustrated in about all sectors of art like paintings, poetries, songs, plays
even in cinemas. On stage it glittered again and again but never in India. Now
Disney India is going to engulf their momentum to Indian theatre with this
immortal love story.
The production will be basically based on
the award-winning animation movie (1991) which was based on the story said before.
Already New York and London has been witness of the play and now complying the
original script not-changed, Disney India is patronizing an Indo-Occidental
‘Beauty and the Beast’. The unit is completely international not at all
excluding India. Vikranth Pawar is directing the show and also he is the
Creative Head of the Live Entertainment at Disney India. Lesle Lewis is the
Music Director whereas Terence Lewis is choreographing the entire show. Set
will be designed by Varsha Jain. Costume Designer Gavin Miguel, Hair dresseer
and Make-up artist Pallavi Devika and Vocal trainer Suzanne D'Mello are working
with this mega-production .
The 130 minutes lingering English drama
will be played across Mumbai and Delhi from October to December of the running
year.
As per said by Siddharth Roy Kapur,
Managing Director, Disney India, they are always thinking of ways in which to
bring our audiences truly memorable world class entertainment experiences, and
this pioneering effort to locally produce one of their most beloved Broadway
musicals, is another example of that ongoing effort , at Disney India.
Friday, 21 August 2015
Thursday, 20 August 2015
Happy Birthday - QUASAR THAKORE PADAMSEE
Alyque Padamsee & Dolly Thakore both are witty stage theatre personnel of the arena of Indian play
world. Being their consummate inheritor their son QUASAR THAKORE PADAMSEE personated
his artistry since he was a collegian. Quasar, or Q as everyone knows him, vindicated QTP which by
coincidence stands for Quasar Theatre Productions as well as Quasar Thakore Padamsee. He has
directed and fathered more than 20 productions like The Night Thoreau Spent in Jail, Minorities, All
My Sons, The Urban Burden etc. Quasar’s play 'So Many Socks' is Mumbai’s lone entrant to the
nominee list at the Mahindra Excellence in Theatre Awards 2013 (META). But he basically launched
his vocation with acting on scaffold & still he is glorifying the theatre world with direction nay
acting.
Birthday Wish to Randeep Hooda
Hooda developed an interest in theatre and participated in school productions, directing one. After completing his bachelor's degree in Melbourne he returned to India and started modeling and working in amateur theatre in Delhi. He also attended (and assisted) an imagination and improvisation workshop conducted by Naseeruddin Shah at the National School of Drama in New Delhi
Hooda has been associated with theatre since the beginning of his acting career, and is an active member of Naseeruddin Shah's Motley Theatre Troupe. Hooda made his theatrical debut as a writer, adapting Lee Blessing’s A Walk in the Woods in an Indian context. Naseerudin Shah appeared, and Ratna Pathak directed the play.
He has appeared in ,Kali Shalwar Aur Kuchchh Kahaniyan (a play based on Saadat Hasan Manto's short stories), To Teach His Own and Arms and The Man directed by Naseeruddin Shah.
Hooda has been associated with theatre since the beginning of his acting career, and is an active member of Naseeruddin Shah's Motley Theatre Troupe. Hooda made his theatrical debut as a writer, adapting Lee Blessing’s A Walk in the Woods in an Indian context. Naseerudin Shah appeared, and Ratna Pathak directed the play.
He has appeared in ,Kali Shalwar Aur Kuchchh Kahaniyan (a play based on Saadat Hasan Manto's short stories), To Teach His Own and Arms and The Man directed by Naseeruddin Shah.
Tuesday, 18 August 2015
Monday, 17 August 2015
Friday, 14 August 2015
গত ১২ অগাস্ট, ২০১৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নাট্যকার শ্রী সমীরণ আচার্য
গত ১২ অগাস্ট, ২০১৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট নাট্যকার শ্রী সমীরণ আচার্য। ভোর পৌনে চারটে নাগাদ নির্বাপিত হয় তাঁর জীবন-প্রদীপ। সত্তরের দশকে 'লিরিক থিয়েটার' নাট্যদল গঠন করেন তিনি। তাঁর লেখা নাটক 'কোলকাতার যীশু', 'হরিপদ শীতবস্ত্র' নাটকদ্বয় বাংলায় বিপুল আলোড়ন সৃষ্টি করে। আশির দশকে তাঁর লেখা নাটক 'কাঁধের ওপর জিজ্ঞাসা' অল বেঙ্গল কলেজ কমপিটিসন-এ প্রথম স্থান দখল করে এবং পরবর্তীকালে নাটকটি দূরদর্শনে অভিনীত হয়। কয়েক বছরের মধ্যে তিনি পুনরায় নতুন দল গঠন করেন - বেহালার 'থিয়েটার ট্রেন্ড'। এরপর তাঁর প্রথম দল 'লিরিক থিয়েটার' পুনরুজ্জীবিত হয়ে সৃষ্ট হয় 'নিও লিরিক থিয়েটার'।১৯৮৯ সালে সফদর হাসমির জীবনী-নির্ভর নাটক 'শত পুষ্পের গান' উন্মোচন করে বাংলা নাট্যভাবনার নবতর দিগন্ত। ২০১৩-২০১৪ সালে মঞ্চস্থ হয় নাটক 'চুপচাপ ছাপ' এবং পরে নাটক 'কালবেলায় এক অর্ফিউস', যেটি তাঁর মঞ্চস্থ হওয়া অন্তিমতম নাটক। আগামী ২০ সেপ্টেম্বর ,২০১৫ নিরঞ্জন সদনে মঞ্চস্থহওয়ার কথা ছিল 'পাগল চিনে কিসে'। নেতাজি নগর বাস্তুহারা সমিতি তাঁকে সশ্রদ্ধ প্রনাম জানায়।
Thursday, 13 August 2015
PREVIEW- Ekti Shooting-er Nepothye, green amateur group
আলো ঝলমলে রুপোলি পর্দার ঠিক পেছনেই পাদপ্রদীপের নিকষ কালো অন্ধকার। এই জগৎটার আসল রূপ ঢাকা পরে যায় গ্ল্যামার দুনিয়ার তারার আলোয়। বর্ষীয়ান এক অভিনেতাকে একটি টেলিছবির শুটিং-এ কিভাবে পদে পদে অপমানিত আর মানসিক ভাবে উৎপীড়িত হতে হয় তাঁর পরিচালক আর বয়ঃকনিষ্ঠ সহ-অভিনেতা- অভিনেত্রীদের কাছে, কিভাবে তাঁর সেই তিক্ত অভিজ্ঞতাই তাঁকে ঘুরে দাঁড় করায় তাঁর অভিনয় দক্ষতায়, তাঁর রাগ-দুঃখ-অভিমান কিভাবে জন্ম দেয় তাঁর ভেতরের সত্যিকারের অভিনেতাকে - সেই অরূপকথা নিয়েই 'গ্রীন অ্যামেচার গ্রুপ' -এর নতুন নাটক 'একটি শুটিং-এর নেপথ্যে'। অরুন সরকার রচিত ও নির্দেশিত নাটকটি মঞ্চস্থ হবে আগামী ১৬ আগস্ট 'মুক্তাঙ্গন মঞ্চ'-এ এবং আগামী ১৮ আগস্ট 'গিরিশ মঞ্চ'-এ সন্ধ্যা ৬:৩০ থেকে।
Tuesday, 11 August 2015
Viola Davis Birthday Wish
Viola Davis, American Theater Actress & Film Actress, better known as Tonya in the 2001 production of King Hedley II.
Born in South Carolina, Viola Davis grew up in Rhode Island.She partially credits her love of stage acting with her involvement in the arts at her alma mater, Central Falls High School. Davis majored in theatre at Rhode Island College, graduating in 1988;. After attending the Juilliard School of Performing Arts , as a member of the Drama Division's Group 22 (1989–1993),she soon made her Broadway debut in 1996. She won her first Tony Award in 2001. in 2002 she received an honorary doctorate in Fine Arts from her college. She was nominated for an Oscar in 2008 for Doubt. In 2011, Davis starred in the hit dramatic film " The Help ". She has also appeared in Ender's Game (2013) and Get on Up (2014). In 2014, Davis returned to television in the mystery series How to Get Away with Murder.
In 2015, Davis was nominated for an Emmy for Lead Actress in a Drama for her work on the show.
Born in South Carolina, Viola Davis grew up in Rhode Island.She partially credits her love of stage acting with her involvement in the arts at her alma mater, Central Falls High School. Davis majored in theatre at Rhode Island College, graduating in 1988;. After attending the Juilliard School of Performing Arts , as a member of the Drama Division's Group 22 (1989–1993),she soon made her Broadway debut in 1996. She won her first Tony Award in 2001. in 2002 she received an honorary doctorate in Fine Arts from her college. She was nominated for an Oscar in 2008 for Doubt. In 2011, Davis starred in the hit dramatic film " The Help ". She has also appeared in Ender's Game (2013) and Get on Up (2014). In 2014, Davis returned to television in the mystery series How to Get Away with Murder.
In 2015, Davis was nominated for an Emmy for Lead Actress in a Drama for her work on the show.
Monday, 10 August 2015
স্মৃতিপটে : গ্রীন অ্যামেচার গ্রুপ
১৯৬১ সালে অরুণ সরকার - গৌর কর, নন্দলাল মল্লিক, শঙ্কর দাস ও মলয় পালকে নিয়ে গ্রীন অ্যামেচার গ্রুপ নাট্য সংস্থা স্থাপন করেন। ১৫ টাকা এন্ট্রি ফি যোগাড় করে হাওড়া বিদ্যার্থী সমাজ আয়োজিত একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। নাটকটি ছিল 'রতন'। তারপর থেকে এখনও পর্যন্ত গ্রীন অ্যামেচার গ্রুপ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। দর্শকের সামনে সুস্থ বক্তব্যমূলক বলিষ্ঠ নাটক পরিবেশনই এই নাট্য দলের মূল উদ্দেশ্য।
Friday, 7 August 2015
Thursday, 6 August 2015
Wednesday, 5 August 2015
৮৪ তম জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা বাংলা চলচ্চিত্রের প্রোষিতযশা খলনায়িকা গীতা দে -কে
বাংলা চলচ্চিত্রের প্রোষিতযশা খলনায়িকা গীতা দের আসন বাঙালি দর্শকের হৃদয়ে চিরঅমলিন। সুদীর্ঘ সাত দশকের অভিনয় জীবনে তিনি শিশির ভাদুড়ি, ঋত্বিক ঘটক, দেবকী বসু, সত্যজিৎ রায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী বা বলিউডের প্রদীপ সরকার-এর মত বহু চিত্রপরিচালকের সাথে কাজ করেছেন। বেতার মাধ্যমে এবং মঞ্চেও বিবিধ চরিত্রে এই দাপুটে অভিনেত্রী তার প্রতিভার সাক্ষর রেখে গেছেন। গনেশ মুখার্জী নির্দেশিত 'বাদশাহী চাল ' তাঁর অভিনীত শেষতম নাটক, 'রঙ্গনা থিয়েটার'-এ মঞ্চস্থ হয়। ৮৪ তম জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা জানাই সেই অনন্যসাধারন অমর প্রতিভাকে।
Tuesday, 4 August 2015
১১০ তম জন্মদিনে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র -কে (৪ অগাস্ট ১৯০৫ - ৩ নভেম্বর ১৯৯১) আমাদের শ্রদ্ধার্ঘ্য
বাঙালীর শারদোৎসবে যাঁর ভাবাপ্লুত কন্ঠের আগমনীতে অকালে বোধিতা হন দশপ্রহরনধারিনী বিশ্বজননী সেই চিরঅমর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন আকাশবাণী তথা বাংলা নাট্যজগতের এক অসামান্য ব্যক্তিত্ব। তাঁর সৌহার্দ্যিক প্রযোজনায় মঞ্চস্থ হয় একাধিক নাটক। ভাষ্যকার, শ্রুতিনাট্যকার, নাট্যকার বা নাট্যাভিনেতা হিসাবে তিনি যে জনপ্রিয়তা লাভ করেন তা প্রশ্নাতীত ঈর্ষনীয়তায় আজও সমুজ্জ্বল। তাঁর প্রণীত 'মেস নং. ৪৯', 'ব্ল্যাক আউট', 'সাত তুলসী ১৯৪০', 'সুবর্ণ গোলক' প্রভৃতি নাটক ছিল মঞ্চের গৌরববর্ধিনী। বেতার মাধ্যমে 'মহিষাসুরমর্দিনী' এবং কবিগুরু রবীন্দ্রনাথের শেষকৃত্যানুষ্ঠানের ধারাভাষ্য তাঁকে ভূমি থেকে ভূমায় উত্তীর্ণ করে। আকাশবাণী কলকাতার নাট্যবিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান শ্রী ভদ্র প্রযোজিত এবং অভিনীত 'প্রলয়' ছিল এই বেতারকেন্দ্র থেকে সম্প্রচারিত প্রথম সংরক্ষিত নাটক। ১১০তম জন্মবার্ষিকীতে বরেণ্য এই শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ করছি আমরা।
উদ্বোধন হল কলকাতা থিয়েটার ফেস্টিভাল ২০১৫
কলকাতার আকাশে যখন মেঘের ঘনঘটা, চারিপাশ জলে থৈ থৈ, সেই গোধুলি লগ্নে শুরু হল এক চিত্তাকর্ষক নাট্য উৎসব । একটু ভুলই বলে ফেললাম, বলা ভালো এক মহোৎসবের সূচনা হল ইস্টার্ণ জোনাল অফ কালচারাল সেন্টারে।
EZCC কলকাতা ভারতীয়্ম কমপ্লেক্স এর রঙ্গমঞ্চে ইতিমধ্যে পদার্পণ করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী গোবিন্দ্র নামদেব,
শ্রী কুলভুষন খারবান্দা,
শ্রী রামগোপাল বাজাজ, শ্রী হেইস্নাম কানাইলাল,
সুরেন্দ্র বর্মা, শ্রী দুলাল রায়, শ্রী সুরেশ দত্ত, শ্রী অরুন মুখোপাধ্যায়, শ্রীমতি উষা গাঙ্গুলী, শ্রী নিরঞ্জন গোস্বামী, শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং প্রবীর গুহ। এই বিশিষ্টজনদের স্বর্ণালী স্পর্শে নাট্যমন্ডপে প্রজ্জ্বলিত হল প্রদীপশিখা।
আকাশে পুঞ্জীভূত কালো মেঘকে ছাপিয়া এই নক্ষত্রদের আলোকে আলোকিত হয়ে ওঠে EZCC র ভারতীয়ম কমপ্লেক্স প্রাঙ্গন। এই বিশিষ্ট নাট্যজনদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের আরও এক আকর্ষণ ছিল 'বহুরূপী'।
নান্দীকার নাট্যদলের উদ্বোধনী নাটক 'অজ্ঞাতবাস'
শুরুর পূর্বে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বললেন,
"খুব গর্বিত বোধ করছি এইরকম ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। গৃহিনী থাকলে যেমন একটি সুন্দর গৃহ তৈরী হয়, তেমনই ডিরেক্টর ওম প্রকাশ ভারতীর উপস্থিতিতে সব ভালো কাজের সূচনা ঘটছে। যে কাজের শুরু এত উজ্জ্বল তার ভবিষ্যত আরো ভাস্বর হবে। আমরা সঙ্গে আছি, সঙ্গে থাকব।''
৩৩ দিন ব্যপী এই মহাযজ্ঞের উপাদান শুধুমাত্র নাটকই নয়, থাকছে প্রদর্শনী
'দ্য জার্নি অফ ইন্ডিয়ান থিয়েটার',
বিশিষ্ট নাট্যজনের সঙ্গে আলাপচারিতা পর্ব, শ্রী প্রবীর গুহ'র ওয়ার্কশপ, সেমিনার 'দ্য মাল্টিপল স্ট্রিমস অফ ইন্ডিয়ান থিয়েটার' এবং থিয়েটার হাট। কলকাতা তথা ভারতীয় নাটকের ইতিহাসে এক অভূতপূর্ব প্রয়াস এই নাট্য উৎসব।
Subscribe to:
Posts (Atom)