পৃথ্বীরাজ কাপুর..নাট্যব্যক্তিত্ব
সম্রাট আকবর কি এরকমই দেখতে ছিলেন ? এই প্রশ্ন আজও তাড়া করে দর্শকদের। চলচ্চিত্রের পর্দায় তাঁর সদম্ভ উপস্থিতি ইতিহাসের আকবরকে রুপোলী দুনিয়ায় ধরে রেখে দিয়েছে।
আর মঞ্চের পর্দা ?
সেখানেও যে আরও সপ্রতিভ কাপুর সাহেব। পৃথ্বী থিয়েটারও তাঁরই সঙ্গে সঙ্গে ঐতিহাসিক হয়ে গিয়েছে।
পৃথ্বীরাজ কাপুর..নাট্যব্যক্তিত্ব।
গমগমে স্বরে মঞ্চ যেন দুলে উঠত। মুগ্ধ হতেন দর্শকরা।
নাটকের প্রথম অঙ্কের শুরু লয়ালপুরে। অবিভক্ত ভারতের পেশাওয়ারের লয়ালপুরে ১৯২৮ সালে প্রথম মঞ্চ অভিনয়টি করেন পৃথ্বীরাজ কাপুর।
তারপর...নীল সাগরের পারে..আরব সাগরের ধারে বোম্বাই....মঞ্চের পুঁজি সম্বল করেই বিশাল চেহারার মানুষটি ভরাট গলায় দর্শকদের আপন করে নিলেন। রূপোলী জগৎ মাতল রাজা পৃথ্বীরাজের অভিনয় কৌশলে।
তারপর...নীল সাগরের পারে..আরব সাগরের ধারে বোম্বাই....মঞ্চের পুঁজি সম্বল করেই বিশাল চেহারার মানুষটি ভরাট গলায় দর্শকদের আপন করে নিলেন। রূপোলী জগৎ মাতল রাজা পৃথ্বীরাজের অভিনয় কৌশলে।
এক দুর্দান্ত অভিনয় জীবন। রঙ্গমঞ্চের পর্দা ঘেরা আলোআঁধারি থেকে ক্যামেরার সামনে ও পিছনে, সবেতেই সফল এমন একজন ছিলেন যাঁর কাঁধে ভর রেখেছে বলিউড।
অভিনেতা পৃথ্বীরাজ কাপুর আর তাঁর পৃথ্বী থিয়েটার গবেষণার অমূল্য উপকরণ হয়ে রয়ে গিয়েছে।
মহান অভিনেতার প্রয়াণ হয় ১৯৭২ সালের ২৯ মে।
No comments:
Post a Comment