Thursday, 24 September 2015

প্রিভিউ : 'স্নেহের ঠাকুরপো'


১৫ আগস্ট, ১৯৪৭ সাল। এই দিনটি আমাদের প্রত্যেকের কাছেই আবেগের, অনুভূতির। ভারতের আকাশকে চুম্বন করেছিল তেরঙ্গা পতাকা। বিমুক্ত ভারতের সেই সুবাসে আজও আমরা স্পন্দিত। এই স্বাধীন ভারতের রন্ধ্রে রন্ধ্রে যে মানুষগুলির একান্ত স্বপ্ন, আকাঙ্খা তথা জীবন নিবেদিত, তাঁদের জানাই আভূমিপ্রনত শ্রদ্ধা। তেমনই এক বিপ্লবী দীনেশ গুপ্ত। 'খেয়ালখোলা' নাট্যদলের আগামী উপস্থাপনা 'স্নেহের ঠাকুরপো' এই স্বাধীনতা সংগ্রামীর জীবনসংগ্রাম তুলে ধরে। নাটকে মাতৃতুল্য বৌদির সঙ্গে দীনেশের সক্ষতা চিত্রায়িত। দীনেশ গুপ্ত কে নিয়ে এর পূর্বে কোনো নাটক মঞ্চস্থ হয়নি। পরিচালক সৌগত চট্টোপাধ্যায় 'উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরী' এবং 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে বহু চেষ্টায় খুঁজে বার করেন দিনেশ গুপ্তর লেখা চিঠি গুলি এবং মূলত এই চিঠিগুলির ওপর ভিত্তি করেই দীনেশকে চিনবে নাট্যপ্রেমী দর্শক। আবেগের বশবর্তী হয়ে পরিচালক কোনো অঙ্ক সাজাননি। চিঠিতে যতটা পাওয়া যায় ততটাই। স্কুল ফাইনাল পাশ করার পর দীনেশ তাঁর জীবন নিমগ্ন করেন ভারত মাতার উদ্দেশ্যে। তাই চিঠির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন। দীনেশের লেখা শেষ চিঠি তাঁর বৌদিকে। সেখানে বেদের অনেক উক্তি পাওয়া যায়। মাত্র ১৯ বছর বয়সী এক যুবকের ভাবনার গভীরতা পরিচালককে উদ্বুদ্ধ করেছে আরও বেশি। ফাঁসির দড়ির সামনে মৃত্যুমুখী দীনেশের মুচকি হাঁসি পরিচয় দেয় তাঁর দৃঢ়তার। মঞ্চের দীনেশ ভাবিয়ে তুলবে দর্শককে। 'এক্স আন্দামান পলিটিক্যাল প্রিসনার্স ফ্র্যাটারনিটি সার্কেল'র নিমন্ত্রণে আগামী ২৭ সেপ্টেম্বর, ২০১৫ সূর্যসেন মঞ্চে নাটকটি উপস্থাপিত হবে।

No comments:

Post a Comment